পোস্টগুলি

বৈজ্ঞানিক কর্মকাণ্ডে বিপর্যয়ে বিশ্ব

ছবি
“  ক্বুল্লীনাফসি যা ঈকাতুল মাউত” প্রত্যাক নফ'সকে বা প্রানীকে মৃত্যুর স্বাধ গ্রহণ করতে হবে। (আল-কোরআন) আমরা এই বিশ্বে বিশ্ময় এক প্রানি, যে শুধু পৃথিবী নয় গ্রহ-নক্ষত্র, চন্দ্র-সূর্য, আসমান-ভূমি, বায়ু-তাপ, এমন কিছুই নেই যা নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছি।কেন আমার এইসব কিছুর পেছনে সময় দিচ্ছি...? কি বা লাভ এত অর্থ এত জনবল এত মেধা-শ্রম বিসর্জন দিয়ে..? কারণ জানেন কী..? কারণ হলো একটিই– "এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরিভুরি"। যিনি পরিবার জয় করেছে, তিনি সমাজ জয় করতে চাই।যিনি সমাজ জয় করেছে তিনি রাষ্ট্র জয় করতে চাই।আর যিনি রাষ্ট্র জয় করেছে তিনি বিশ্ব জয়ে শীর্ষ স্বপ্নে পলক ফেলতে ভুলে না।আপডেট যুগের মানুষ আপ টু ডেট থাকতে পছন্দ করবে এটাই স্বাভাবিক। কিন্তু আপডেট কে অপব্যবহার করে নিজেকে হাইলাইট করা যেমন দুঃসাহসী, ঠিক তেমনি লক্ষ কোটি প্রজন্মকে ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার মত জঘন্য অপরাধ আর কি হতে পারে। একদিন তো আমাদের সবাইকে মৃত্যু কে বরণ করতে হবে। তাহলে আপনি কার জন্য এই সমাজ সংস্কৃত মহৎ কাজে অনুপ্রেরণা হওয়ার চেষ্টায় মগ্ন? আপনার আজকের হাত তালি আগামীতে জুতার মালা হিসেবে পরিয়...

দেশের মান | ইরফানুর রহমান| বিদ্রোহী কবিতা

ছবি
  দেশের মান মোদের জন্ম এই দেশেতে,এই দেশে মোদের বাস দেশই মোদের জীবনযাপন বহন করিবে মোদের লাশ। শিক্ষাদিক্ষা আছে যত, নিজ ইচ্ছায় গড়ি ততো রোজগার করি মনের মত দেশের সম্মান কাটিয়ে পাস। স্বাধীন দেশে জন্মে আমি না করিব দুর্নীতিবাদ স্বদেশের সম্পদ করে হানি না জড়াবো জঙ্গিবাদ। মোরা সংগ্রামী বাঙালি..! এইটাই মোদের পরিচয় রক্ত দিয়ে স্বাধীন করেছি রক্তের বেইমানি যেন না হয়। সুষ্ঠু শাসনে করি রাজনীতি শোষণের জন্য নয়, জনৈক্যতায় করিলে শাসন উভয়ের হবে জয়।

অমর একুশের নতুন কবিতা | ভাষা শহীদদের স্মরণে কবিতা | ইরফানুর রহমান

ছবি
বছর ঘুরে এলো রে সেই ২১ শের দিন যে দিন, অঝোর নয়নে কেঁদেছে মা হয়ে পুত্রহীন যে দিন, রুটে-ঘাটে আর্তনাদে ফেটে পরছে পিতা সীমাহীন যে দিন, রোদেলা আকাশ পরন্তে হয়েছে মলিন যে দিন, ১৪৪-ধারা কাবু করতে পারেনি, আমার ভায়ের ঝণ যে দিন,  ঐ পাক-বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে শত শত দামান ভাইকে করেছে বিলিন। যে দিন, রফিক,জব্বার,শহিদ, এভাবে একে একে সকলের রক্তের ছোঁয়া পেয়েছে জমিন আবারও বছর ঘুরে এলো সেই অমর একুশের দিন। (বিঃদ্রঃ একুশের সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা)

নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম| ইসলামী গান| কবিতা| ইরফানুর রহমান

ছবি
  If I find in your life what else is your philosophy, the pain will be solved. You are Mawla's friend  . Rahmatallil alamin you, sinful servant, I  will be on the day of judgment. Mawla has so many treasures, everything is in your hands, the world dances in your hands, why slave Vrindavan. Mawla loves you, so Ashraful Makhlukat floated in the angelic prostration and came to Tribhuvan. Throughout the ages, as many prophets come, floating in praise of you  , the throne dances happily, when twenty-seven rajabs come. In the hands of those flags of Islam, when  everyone walks in harmony to take your footsteps, I give up my life. (Comment on your favorite poem)

বিলাসী | বিদ্রোহী কবিতা | ইরফানুর রহমান

ছবি
বিলাসী মাওলা তোমায় যে বুঝেছে, তাঁ র মুখে বিলাসীতা কি শোভা পায়? এই দুনিয়া হবে ধ্বংস একদিন, কে হ রবে না চিরদিন। খসিয়া পড়িবে চন্দ্র-সূর্য আসমান জমিন মা ওলা তোমার ইশারায়। নিশ্চিহ্ন হবো একদিন আমরা সবাই বিফল হইবে তোর ক্ষমতা দেখাই সেদিন আর্তনাদ করবি হয়ে নিরুপায় ইয়া নবসি ইয়া নবসি  বলিবি গলা ফাটায়। সেইদিন কেহ হবে না তোর আপন সকলে নিজেকে করবে গোপন মিথ্যে হবে তোর আত্নীয়-স্বজন কার লাগি চাষ তুই করেছিস বেলায়? দুনিয়ার এই প্রেম-পিরিতি সব ছিল রে অপব্যবহারের নীতি যার লাগি প্রেম পেল রে গতি সে তো আজ ধরায় নাই। তিনি বড় দয়াবান কেহ আছে তার সমান? সৃষ্টির মুখে তার পবিত্র নাম ইনসান কেবল বন্ধ খাঁচায়। বিলাসিতার ছোবলে পরি কত্ত জনে গেছে মরি যার লাগি করেছে চুরি তাহাদের আজ কোথায় পাই।      ✍🏻 ইরফানুর রহমান (বিঃদ্রঃ কোন বিষয়ে কবিতা দেখতে চান, কমেন্টে জানান)

মানবতার গান | ইরফানুর রহমান

ছবি
মানুষ তোমার মুখে শুনি আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি খ্রীস্টান ওহে মানব.... ইহা তোমার দ্বীনি পরিচয়, আত্মপরিচয় নয় আত্মা আত্মায় মাখন পাকাইতে স্ব স্ব ধর্মে কয়। মানব তোমার মুখে শুনি,নিজ ধর্মের জয়ধ্বনি ইহার দর্শনে দেওলিয়া হয় যিনি,সে’ই তো এক ধর্মখুনি। স্বধর্ম মোর আবেগের ধর্ম, বিবেকের ধর্ম নয় কেবল মানুষ ধর্মই হীনাবেগ, বিবেক নিশ্চয়। বিবেক মোদের বরাঙ্গে থাকে, আবেগ অন্তরে তাই মানবধর্ম উর্ধ্বে রাখি, ইসলাম গভীরে।

ধর্মীয় সম্প্রীতি| ইরফানুর রহমান

ছবি
ধর্ম।আমার ধর্ম হচ্ছে ইসলাম।পৃথিবীর ৯৫শতাংশ মানুষ আলাদা আলাদা ধর্ম পালন করে।এই ধর্মের মধ্যে রয়েছে আবেগ রয়েছে আলাদা একটা মায়াটান। এই টান টি অবশ্যই স্রষ্টা প্রদত্ত। না হয় এটাকে হার মানাতো দুনিয়ার মায়া। অনেকেই আছে যারা দুনিয়ার মায়া জালে ফেঁসে গিয়েছে। কারণ তারা নফসের শয়তানের সাথে হার মেনেছে, যুদ্ধ করার আগেই। একটা সময় ছিলো যেখানে সবাই মিলেমিশে একটা পরিবারের সদস্যের মত করে সময় কাটাতো। কিন্তু এখন তার উল্টো।অন্য ধর্মের লোক দেখলেই যেনো মনে হয় সে আমার শত্রু।আমাকে ধ্বংস করার জন্যই এসেছে। কোথায় যেনো হারিয়ে গেছে সেই আগের ভ্রাতৃত্ব! নিমিষেই লুকিয়ে গিয়েছে সেই ভালোবাসা।  জৈনক কবি লিখেছেন:- "গ্রামের নজুয়ান হিন্দু মুসমান মিলিয়া বাউলা গানের মুর্শিদী গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম" আমরা যেনো কোনো এক দখলদারিত্বের ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছি। ঘুরতে ঘুরতে কোন সময় যে আমাদের মস্তক সন্ত্রাসবাদের দিকে অবনত হয়ে সমুদ্রের তলদেশের পানির সাথে মিলিত হয়েছে তার নিশানা খুঁজে পাচ্ছি না। সব কিছুরই একটা সীমানা থাকা দরকার। আবেগ ও তার বাহিরে নয়। কারণ আবেগ যখন সীমানা অতিক্রম করে তখনই জন্ম হয় দখলদ...