মানবতার গান | ইরফানুর রহমান
মানুষ তোমার মুখে শুনি
আমি হিন্দু, আমি মুসলমান, আমি বৌদ্ধ, আমি খ্রীস্টান
ওহে মানব....
ইহা তোমার দ্বীনি পরিচয়, আত্মপরিচয় নয়
আত্মা আত্মায় মাখন পাকাইতে স্ব স্ব ধর্মে কয়।
মানব তোমার মুখে শুনি,নিজ ধর্মের জয়ধ্বনি
ইহার দর্শনে দেওলিয়া হয় যিনি,সে’ই তো এক ধর্মখুনি।
স্বধর্ম মোর আবেগের ধর্ম, বিবেকের ধর্ম নয়
কেবল মানুষ ধর্মই হীনাবেগ, বিবেক নিশ্চয়।
বিবেক মোদের বরাঙ্গে থাকে, আবেগ অন্তরে
তাই মানবধর্ম উর্ধ্বে রাখি, ইসলাম গভীরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন