দেখিতে চাই বাংলা বিদ্রোহী কবিতা || ইরফানুর রহমান

 

ছবি সংগৃহীত

দেখিতে চাই
তাদের সবাইকে দেখাও তর্জনী
আছে যত মানুষরূপী কালনাগিনী
বিভেদ নাই কো গরিব আর ধনী
শক্ত হস্তে লড়তে চাই।।

দেখিতে চাই
থামুক এবে দুর্নীতির ট্রেন
জাগুক নব নবীনের ব্রেন
নাহি মানি বেপরোয়া সেন
ভূমন্ডলকে দেখাতে চাই।।

দেখিতে চাই
আছে যত ফটকাবাজি
নিশ্চিহ্ন করতে হবো রাজি
নিদ্রিত সমাজ জাগো আজি
নিয়ন্ত্রণে আনতে চাই।।

দেখিতে চাই
ভুলে গিয়ে সব মান অভিমান,
বুকে নিয়ে ভালোবাসার গান
হিংসা-নিন্দা ক্রোধ সব করে ম্লান
অগ্রসরের মন্ত্র চাই।।


                              🖌️মোহাম্মদ ইরফানুর রহমান

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

ধর্মীয় সম্প্রীতি| ইরফানুর রহমান

নবুওয়াতের পূর্ণাঙ্গ আলোচনা | নবুওয়াত কাকে বলে | নবুওয়া এর অর্থ কি কত প্রকার ও কি কি