নবুওয়াত , "নবা" শব্দ হইতে উৎপন্ন। যার অর্থ হচ্ছে সংবাদ দান। নবীউন কর্তৃবাচক ইছম, ইহার অর্থ সংবাদিক। খোদাতালার আদেশ নিষেধ সম্পর্কিত মধ্যস্থতায় নবুয়তকে শ্রেষ্ঠতর নৈকট্যপূর্ণ মানবতা বলা যাইতে পারে। নবুওয়াত একটি বিশেষ গুণ। আল্লাহ তায়ালা যাকে পছন্দ করেন, তাকেই দিয়া থাকেন। নবুয়ত সাধনা করে অর্জন করা যায় না। নবী দুই প্রকার: ১. মুরসির :- যাহার প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে। ২. গায়র মুরসির :- যাহার প্রতি কিতাব নাযিল হয় নাই এবং অগ্রবর্তী মুরসল নবীর অনুবর্তী। নবুওয়াত দুই প্রকার: ১. নবুওয়াতে আম্মা :- অর্থাৎ যাহা সর্বজনীন বিশ্ব মানবতার প্রতি প্রেরিত। ২. নবুওয়াতে খাচ্ছা :- অর্থাৎ যাহা কোন বিশেষ কওম বা জাতির প্রতি প্রেরিত। বিঃদ্রঃ বেলায়তে মোতলাকা হতে সংগৃহীত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন