বৈজ্ঞানিক কর্মকাণ্ডে বিপর্যয়ে বিশ্ব

“ ক্বুল্লীনাফসি যা ঈকাতুল মাউত”

প্রত্যাক নফ'সকে বা প্রানীকে মৃত্যুর স্বাধ গ্রহণ করতে হবে। (আল-কোরআন)



আমরা এই বিশ্বে বিশ্ময় এক প্রানি, যে শুধু পৃথিবী নয় গ্রহ-নক্ষত্র, চন্দ্র-সূর্য, আসমান-ভূমি, বায়ু-তাপ, এমন কিছুই নেই যা নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছি।কেন আমার এইসব কিছুর পেছনে সময় দিচ্ছি...? কি বা লাভ এত অর্থ এত জনবল এত মেধা-শ্রম বিসর্জন দিয়ে..? কারণ জানেন কী..?

কারণ হলো একটিই– "এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরিভুরি"। যিনি পরিবার জয় করেছে, তিনি সমাজ জয় করতে চাই।যিনি সমাজ জয় করেছে তিনি রাষ্ট্র জয় করতে চাই।আর যিনি রাষ্ট্র জয় করেছে তিনি বিশ্ব জয়ে শীর্ষ স্বপ্নে পলক ফেলতে ভুলে না।আপডেট যুগের মানুষ আপ টু ডেট থাকতে পছন্দ করবে এটাই স্বাভাবিক। কিন্তু আপডেট কে অপব্যবহার করে নিজেকে হাইলাইট করা যেমন দুঃসাহসী, ঠিক তেমনি লক্ষ কোটি প্রজন্মকে ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার মত জঘন্য অপরাধ আর কি হতে পারে।

একদিন তো আমাদের সবাইকে মৃত্যু কে বরণ করতে হবে। তাহলে আপনি কার জন্য এই সমাজ সংস্কৃত মহৎ কাজে অনুপ্রেরণা হওয়ার চেষ্টায় মগ্ন? আপনার আজকের হাত তালি আগামীতে জুতার মালা হিসেবে পরিয়ে দিবে,যদি আপনি দুঃসাহসী কাজে অনুপ্রেরণা হওয়ার আশায় ভবিষ্যত আলোকে ঝালোয়া করার বীজ বপন করতে চান।কেননা আপনার তৈরি বীজ ভবিষ্যত এ বিপরীত ও হতে পারে। প্রকৃতি আপন গতিতে এগিয়ে যায়, একটাই স্বাভাবিক।


সাহসী যতটুকু ভালো দুঃসাহসী ঠিক ততটুকুই মন্দ। বিষয় যদি হয় লক্ষ্য কোটি প্রজন্মের জীবনের উপর ভিত্তি করে,তাহলে তো বলার অপেক্ষা রাখে না। সুতরাং আমাদের উচিৎ হবে প্রযুক্তি ব্যাবহার করে ক্যারিয়ার এবং দৈনন্দিন জীবনের চাপ হ্রাস করা।

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

দেখিতে চাই বাংলা বিদ্রোহী কবিতা || ইরফানুর রহমান

ধর্মীয় সম্প্রীতি| ইরফানুর রহমান

নবুওয়াতের পূর্ণাঙ্গ আলোচনা | নবুওয়াত কাকে বলে | নবুওয়া এর অর্থ কি কত প্রকার ও কি কি