দেশের মান | ইরফানুর রহমান| বিদ্রোহী কবিতা
দেশের মান
মোদের জন্ম এই দেশেতে,এই দেশে মোদের বাস
দেশই মোদের জীবনযাপন বহন করিবে মোদের লাশ।
শিক্ষাদিক্ষা আছে যত, নিজ ইচ্ছায় গড়ি ততো
রোজগার করি মনের মত দেশের সম্মান কাটিয়ে পাস।
স্বাধীন দেশে জন্মে আমি না করিব দুর্নীতিবাদ
স্বদেশের সম্পদ করে হানি না জড়াবো জঙ্গিবাদ।
মোরা সংগ্রামী বাঙালি..! এইটাই মোদের পরিচয়
রক্ত দিয়ে স্বাধীন করেছি রক্তের বেইমানি যেন না হয়।
সুষ্ঠু শাসনে করি রাজনীতি শোষণের জন্য নয়,
জনৈক্যতায় করিলে শাসন উভয়ের হবে জয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন