বিলাসী | বিদ্রোহী কবিতা | ইরফানুর রহমান
এই দুনিয়া হবে ধ্বংস একদিন,
কেহ রবে না চিরদিন।
খসিয়া পড়িবে চন্দ্র-সূর্য আসমান জমিন
মাওলা তোমার ইশারায়।
নিশ্চিহ্ন হবো একদিন আমরা সবাই
বিফল হইবে তোর ক্ষমতা দেখাই
সেদিন আর্তনাদ করবি হয়ে নিরুপায়
ইয়া নবসি ইয়া নবসি বলিবি গলা ফাটায়।
সেইদিন কেহ হবে না তোর আপন
সকলে নিজেকে করবে গোপন
মিথ্যে হবে তোর আত্নীয়-স্বজন
কার লাগি চাষ তুই করেছিস বেলায়?
দুনিয়ার এই প্রেম-পিরিতি
সব ছিল রে অপব্যবহারের নীতি
যার লাগি প্রেম পেল রে গতি
সে তো আজ ধরায় নাই।
তিনি বড় দয়াবান
কেহ আছে তার সমান?
সৃষ্টির মুখে তার পবিত্র নাম
ইনসান কেবল বন্ধ খাঁচায়।
বিলাসিতার ছোবলে পরি
কত্ত জনে গেছে মরি
যার লাগি করেছে চুরি
তাহাদের আজ কোথায় পাই।
✍🏻 ইরফানুর রহমান
(বিঃদ্রঃ কোন বিষয়ে কবিতা দেখতে চান, কমেন্টে জানান)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন