অমর একুশের নতুন কবিতা | ভাষা শহীদদের স্মরণে কবিতা | ইরফানুর রহমান
বছর ঘুরে এলো রে সেই ২১ শের দিন
যে দিন,
অঝোর নয়নে কেঁদেছে মা হয়ে পুত্রহীন
যে দিন,
রুটে-ঘাটে আর্তনাদে ফেটে পরছে পিতা সীমাহীন
যে দিন,
রোদেলা আকাশ পরন্তে হয়েছে মলিন
যে দিন,
১৪৪-ধারা কাবু করতে পারেনি, আমার ভায়ের ঝণ
যে দিন,
ঐ পাক-বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে শত শত দামান ভাইকে করেছে বিলিন।
যে দিন,
রফিক,জব্বার,শহিদ, এভাবে একে একে সকলের
রক্তের ছোঁয়া পেয়েছে জমিন
আবারও বছর ঘুরে এলো সেই অমর একুশের দিন।
(বিঃদ্রঃ একুশের সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন