সম্প্রীতির খোঁজে | বাংলা কবিতা

সম্প্রীতি তুই হারালি কোথায়?
কোথাও পায় না তোর খোঁজ
তোমার শোকে পাথর হচ্ছে বিশ্ববাসী রোজ।

আমি যেইখানে গিয়া বেড়াই
সকল জায়গায় তোমার দেখা পায়
কত না আলিঙ্গনে জড়িয়ে ধরেছে তোকে
তবে আপন নিবাসে নেই কেন তোর ঠাঁই?

আজ মানুষে মানুষে ফ্যাসাদে লিপ্ত
আড়ালে বসে তুই দেখিস নিত্য
তুই বিহনে সকলেই সিক্ত
বন্ধনের বান খুলিয়া চাই।

জ্বলছে আগুন ঘরে ঘরে
নফসানীয়ত নিচ্ছে কাবু করে
সরল পথ হেরেছে ভরে
কেমনে রইলি অপব্যবহারের নীড়ে
আমি এখনো বসিয়া রহিলাম তোর আশায়।

সম্প্রীতি তুমি এসো সম্প্রদায়ের নীড়ে
এমন নির্লজ্জ হয়ে কেমনে থাকো অপব্যবহারে
তোমায় ফেরাতে আজ কলরবের গান
আসিলে তুমি মিলিবে ফ্রেমে
হিন্দু, মুসলিম বৌদ্ধ আর খ্রিস্টান।

                                🖌️মোহাম্মদ-ইরফানুর রহমান

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

দেখিতে চাই বাংলা বিদ্রোহী কবিতা || ইরফানুর রহমান

ধর্মীয় সম্প্রীতি| ইরফানুর রহমান

নবুওয়াতের পূর্ণাঙ্গ আলোচনা | নবুওয়াত কাকে বলে | নবুওয়া এর অর্থ কি কত প্রকার ও কি কি